Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৫ জুন ২০২১ ||  আষাঢ় ১ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

আল্লু অর্জুন করোনামুক্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১২ মে ২০২১  
আল্লু অর্জুন করোনামুক্ত

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

গত ২৮ এপ্রিল এক বিবৃতিতে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান আল্লু অর্জুন। ১৫ দিন বাড়িতে কোয়ারেন্টােইনে ছিলেন তিনি। সেখানেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পর সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (১২ মে) কোভিড টেস্টে নেগেটিভ হওয়ার খবর জানিয়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আল্লু অর্জুন লিখেছেন, ‘সবাইকে হ্যালো, ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আমি কোভিড টেস্টে নেগেটিভ হয়েছি। আমার জন্য শুভকামনা ও প্রার্থনারজন্য সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তকে ধন্যবাদ দিতে চাই। আশা করছি লকডাউনের কারণে আক্রান্তের সংখ্যা কমবে। বাড়িতে থাকুন এবং নিরাপদ থাকুন। আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এটি পরিচালনা করছেন সুকুমার। আল্লু ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমাটি আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পেছাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়