ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয়ে মহেশ কন‌্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২ জুন ২০২১   আপডেট: ১২:৫১, ২ জুন ২০২১
অভিনয়ে মহেশ কন‌্যা

‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। ব‌্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তিনি। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন‌্যা সিতারা।

মহেশ বাবুর ৮ বছর বয়েসী কন‌্যা সিতারা নাচে দারুণ পারদর্শি—এ কথা অনেকেরই জানা। তবে সিতারা ভালো অভিনয়ও করতে পারে। যা অনেকেরই অজানা। এবার এই তারকা সন্তানের অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজে অভিনয় করবে সিতারা। তার সঙ্গে অভিনয় করবে দক্ষিণী সিনেমার সফল পরিচালক ভামসি পয়দিপল্লীর কন‌্যা আদিত‌্য পয়দিপল্লী।

আরো পড়ুন:

বলিউডলাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজটি মাপেট শোয়ের আদলে তৈরি হবে। নির্মাতারা মনে করছেন দুটি চরিত্রের জন‌্য সিতারা ও আদিত‌্য উপযুক্ত।

আমেরিকার অলাভজনক প্রতিষ্ঠান সেসমি ওয়ার্কশপ অনেক বছর ধরেই শিশুদের জন‌্য শিক্ষামূলক শো তৈরি করে আসছে। ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে সেসমি ওয়ার্কশপ ইন্ডিয়া।

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়