ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪ লাখ রুপিতে ভাড়া হবে সুশান্তের ফ্ল্যাট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ জুন ২০২১   আপডেট: ১৮:৪২, ১৬ জুন ২০২১
৪ লাখ রুপিতে ভাড়া হবে সুশান্তের ফ্ল্যাট

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত বছর তার ফ্ল্যাট থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। প্রতি মাসে ৪ লাখ রুপিতে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে।

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন সুশান্ত। ২০১৯ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছিলেন এই অভিনেতা। চুক্তি অনুযায়ী তিনভাগে— প্রথম বছর ৪ লাখ ৩০ হাজার, দ্বিতীয় বছর ৪ লাখ ৫১ হাজার ও তৃতীয় বছর ৪ লাখ ৭৪ হাজার রুপি ভাড়া দেওয়ার কথা ছিল। সুশান্ত ১২ লাখ ৯০ হাজার রুপি পরিশোধ করেন।

আরো পড়ুন:

সুশান্তে ফ্ল্যাট ভাড়া প্রসঙ্গে এর মধ্যস্ততাকারী বলেন, ‘কিছুদিনের মধ্যে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ হওয়ায় মোটা অঙ্কের অর্থ দিয়ে বাসা ভাড়া এখন কম হচ্ছে। এছাড়া সুশান্ত এখানে থাকতেন জন্য আগ্রহও কম। কয়েকজন বলিউড ব্যক্তিত্ব ফ্ল্যাটটি দেখেছেন কিন্তু পরে যোগাযোগ করেননি। বাড়ির মালিকও তারকাদের ভাড়া দিতে আগ্রহী নন।’

গত বছর ১৪ জুন এই ফ্ল্যাট থেকে সুশান্ত সিংয়ের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে এই অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও এ নিয়ে মামলা চলছে। বর্তমানে মামলার তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। কিন্তু এটি নিয়ে এখনো রহস্য কাটেনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়