ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুটিং নিয়ে দ্বিধায় নির্মাতারা, অপেক্ষায় নির্দেশনার

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৯ জুন ২০২১  
শুটিং নিয়ে দ্বিধায় নির্মাতারা, অপেক্ষায় নির্দেশনার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে সিনেমার শুটিং চলবে কিনা এ নিয়ে দ্বিধায় পড়েছেন চিত্র নির্মাতারা। এ প্রসঙ্গে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। 

এ বিষয়ে জানতে চলচ্চিত্র শিল্পী সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। শাহীন সুমন রাইজিংবিডিকে বলেন, ‘শুটিং নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। ১ জুলাই থেকে আমার 'গ্যাংস্টার' সিনেমার শেষ লটের শুটিং করার কথা ছিল। শুটিং ফ্লোর ভাড়া নেয়া থেকে শুরু করে সব প্রস্তুতি নেয়া শেষ। লকডাউনের কারণে তা বাতিল করেছি।'

বিভিন্ন পরিচালক ফোন করে শুটিংয়ের বিষয়ে জানতে চাচ্ছেন, কিন্তু তাদের সুস্পষ্ট কোনো নির্দেশনা দিতে পারছেন না বলে জানান শিল্পী সমিতির মহাসচিব।

প্রযোজক-পরিচালক ইকবাল বলেন, ‘আমি ‘রিভেঞ্জ’-এর শুটিং একটানা করছিলাম, হঠাৎ লকডাউনের ঘোষণা আসায় আপাতত বন্ধ রেখেছি। দু-একদিন দেখে সিদ্ধান্ত নেব শুটিং করবো কিনা।’

তরুণ নির্মাতা তপু খান 'লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ করেছেন। লকডাউনের কারণে সিনের শুটিং বন্ধ রেখেছেন। তিনিও জানান পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি অংশের শুটিং শেষ করবেন। 

এ প্রসঙ্গে বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, ‘শুটিংয়ের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে গত ২৬ জুন একটি নির্দেশনায় বলা হয় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অফিস করা যাবে।  এই নির্দেশনা থাকলে শুটিং করা যাবে৷ গত বছরের মতো সব বন্ধ হলে তখন শুটিং করার সুযোগ নেই। আশা করছি আগামীকাল নির্দেশনা পাবো।’

এদিকে শুটিং বন্ধ থাকায় চলচ্চিত্রের সঙ্গে জড়িত স্বল্প আয়ের মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। তাদের উপার্জনের পথ বন্ধ হওয়ায় অর্থাভাবে দিন কাটাচ্ছেন। এছাড়া সিনেমার শুটিং হঠাৎ বন্ধ করায় দ্বিগুণ অর্থ গুনতে হচ্ছে প্রযোজকদের।
 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ