ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামান্থার সিনেমায় আল্লু অর্জুনের মেয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ জুলাই ২০২১   আপডেট: ২৩:০৯, ১৫ জুলাই ২০২১
সামান্থার সিনেমায় আল্লু অর্জুনের মেয়ে

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ভারতীয় দক্ষিণী সিনেমার আল্লু-কোনিদেলা বংশের তৃতীয় প্রজন্মের ছেলে তিনি। এবার সিনেমায় অভিনয় করবেন তার মেয়ে আল্লু আরহা।

অভিনেত্রী সামান্থা আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’। এই সিনেমায় যুবরাজ ভারতের ভূমিকায় অভিনয় করবেন আরহা। 

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম মেয়ের একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে তিনি জানান, এটি আল্লু পরিবারের কাছে এক গর্বের ঘোষণা। পরিবারের চতুর্থ প্রজন্ম আরহা ‘শকুন্তলাম’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে।

সিনেমার পরিচালক গুণাশেখর ও তার মেয়ে নীলিমা গুণাকে ধন্যবাদ জানিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘আমার কন্যাকে আত্মপ্রকাশ করার জন্য এই সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য আমি গুণশেখর গারু এবং নীলিমা গারুকে ধন্যবাদ জানাতে চাই। সামান্থার সঙ্গে আমার পুরোপুরি আলাদা জার্নি ছিল এবং আরহা তার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করছে দেখে খুবই খুশি। আমি শকুন্তলামের পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানাই।’

সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়