ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লবণ দিয়ে রুটি খেতাম: ভারতী সিং

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৭ জুলাই ২০২১   আপডেট: ১৬:৩৮, ১৭ জুলাই ২০২১
লবণ দিয়ে রুটি খেতাম: ভারতী সিং

ভারতীয় কমেডিয়ান-অভিনেত্রী ভারতী সিং। পর্দায় সব সময় হাসি মুখেই হাজির হন তিনি। কিন্তু ছোটবেলা অনেক কষ্ট ও দারিদ্রতার মধ্যে কেটেছে তার।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতী জানান, তার ভাই একটি দোকানে এবং মা ও বোন একটি কম্বল তৈরির ফ্যাক্টরিতে কাজ করতেন। এখানেই শেষ নয়, এই অভিনেত্রীর মা অন্যের বাড়িতে রান্নারও কাজ করেছেন।

ভারতী সিং বলেন, ‘বাড়িতে যেতে মন চাইতো না। কলেজে বন্ধুদের সঙ্গে থাকতাম, হোস্টেলে খেতাম। কারণ বাড়িতে গেলেই দারিদ্রতা দেখতে হতো। অন্ধকারের মধ্যে থাকতে হতো।’

বর্তমানে বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করেন ভারতী। ‘দ্য ড্যান্স দিওয়ানা থ্রি’ রিয়েলিটি শোয়ের এই সঞ্চালক বলেন, ‘আমরা লাল চা দিয়ে পরোটা অথবা লবণ দিয়ে রুটি খেতাম।’

ভারতী জানান, তার মা পূজার ডেকরেশনের কাপড়ও সেলাই করেছেন। তাদের বাড়িতে সব সময় সেলাই মেশিনের শব্দ থাকতো। তিনি বলেন, ‘আমি এই শব্দের মধ্যে ২১ বছর কাটিয়েছি। কখনো বাড়ি ফিরতে চাইনি। আমার বড় কোনো স্বপ্ন নেই। কিন্তু সৃষ্টিকর্তার কাছে সবসময়ই প্রার্থনা করি, যা আছে তা নিয়েই যেন ভালো ভাবে চলতে পারি। এক সময় লবণ দিয়ে রুটি খেয়েছি কিন্তু এখন রুটির সঙ্গে ডাল ও সবজি থাকে। আশা করি, আমার পরিবারের সদস্যরা যেন রুটির সঙ্গে অন্তত ডাল খেতে পারে। আমার পরিবার আবার আগের মতো কষ্ট করুক তা চাই না।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়