ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে খোলামেলা পোশাকে রাজ-শুভশ্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২১
মালদ্বীপে খোলামেলা পোশাকে রাজ-শুভশ্রী (ভিডিও)

অবসর যাপনের জন‌্য মালদ্বীপে উড়ে গেছেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দু’জনেই নিজেদের সোশ‌্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। এবার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করলেন শুভশ্রী।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন শুভশ্রী। তাতে দেখা যায়, খালি গায়ে রাজ। তার হাতে মাথা রেখে শুয়ে আছেন শুভশ্রী। রাজের চোখে কালো চশমা, শুভশ্রী পরেছেন হালকা রঙের ট্যাঙ্ক টপ। এর ক‌্যাপশনে শুভশ্রী লিখেছেন—‘হট অ‌্যান্ড সলটি।’

আরো পড়ুন:

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ সময়ের এই ভিডিও দেখে আপ্লুত তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্য করে ভালোবাসা প্রকাশ করছেন তারা।

ভালোবেসে ঘর বেঁধেছেন রাজ-শুভশ্রী। কিন্তু এ জুটির প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান তারা। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। মালদ্বীপ ট‌্যুরে ইউভানও তাদের সঙ্গে রয়েছে।

শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও দেখতে ক্লিক করুন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়