ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

আল্লু অর্জুনের লাকি চার্ম পূজা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ০৭:৫৩, ২৩ অক্টোবর ২০২১
আল্লু অর্জুনের লাকি চার্ম পূজা

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ক‌্যারিয়ারের শুরুতে তার অভিনীত সিনেমা একের পর এক মুখ থুবড়ে পড়ে। ঠিক তখন হাত বাড়িয়ে দেন ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিজে’ সিনেমায় তার বিপরীতে প্রথম অভিনয় করেন পূজা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। এবার আল্লু অর্জুন জানালেন, তার লাকি চার্ম পূজা হেগড়ে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে কথা বলেন আল্লু অর্জুন। এ সময় তিনি বলেন—‘পূজা আমার কাছে খুবই বিশেষ। কারণ পূজা আমার লাকি চার্ম। আসলে সে সবারই লাকি চার্ম! কারণ অন‌্য নায়কের সঙ্গে জুটি বেঁধেও হিট সিনেমা উপহার দিয়ে তা প্রমাণ করেছে। যাইহোক, আমি খুবই আনন্দিত এবং তাকে নিয়ে গর্বিত।’

পূজা-আল্লু অর্জুন ‘ডিজে’ ও ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। মুক্তির পর দুটি সিনেমাই ব‌্যবসাসফল হয়।

আরো পড়ুন:

‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ১৭ ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটির প্রথম অংশ। এটিও পরিচালনা করছেন সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।

অন‌্যদিকে পূজার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘রাধে শ‌্যাম’, ‘আচার্য’, হিন্দি ভাষার ‘সার্কাস’ ও তামিল ভাষার ‘বিস্ট’ সিনেমার কাজ। বর্তমানে এসব সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়