ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার শাহরুখ-তাপসী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২০ এপ্রিল ২০২২   আপডেট: ১২:২৩, ২০ এপ্রিল ২০২২
প্রথমবার শাহরুখ-তাপসী

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও তাপসী পান্নু।

অনেকদিন থেকেই গুঞ্জন উড়ছিল— রাজকুমার হিরানির পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। মঙ্গলবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। ‘ডানকি’ নামের এই সিনেমাতেই শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু।

আরো পড়ুন:

সিনেমা ঘোষণার পর থেকে ভীষণ উচ্ছ্বসিত তাপসী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ টুইট করে তিনি লিখেছেন, ‘এখন যেখানে অবস্থান করছি সেটি অনেক কঠিন, আর সেটি যদি হয় নিজের চেষ্টায় তখন আরো কঠিন। তবে একজন সুপারস্টার একবার বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি মন থেকে চেয়ে থাকো, গোটা বিশ্ব তোমাকে সেটা পেতে সাহায্য করবে। সততা, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আনন্দ দেয়। শুরু করেছি প্রায় ১০ বছর। কিন্তু অবশেষে, সব ঠিক আছে।’

আগামী জুন থেকে ‘ডানকি’ সিনেমাটির শুটিং শুরু করবেন শাহরুখ। জানা গেছে, সিনেমাটিতে কমেডি, ইমোশন ও রোমান্সে ভরপুর হবে। ২০২৩ সালের ২২ ডিসেম্বর এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়