ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়িকাকে কষে চড় মারলেন সিয়াম, তবে…

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:১৯, ২৪ নভেম্বর ২০২২
নায়িকাকে কষে চড় মারলেন সিয়াম, তবে…

কনসার্টের আবহে গানের তালে নাচছে শ্রোতা। শ্রোতার কাতারে আছেন নায়ক সিয়াম ও নায়িকা সুনেরাহ। এক পর্যায় জনসম্মুখে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সিয়ামের গালে চুমু দেন। বিষয়টিতে বিরক্ত হয়ে কষে চড় মারেন সিয়াম। এমন একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। অনেকেই বলার চেষ্টা করছেন জেমস-এর কনসার্টের এমন কান্ড ঘটেছে। আসলে বিষয়টি তা নয়, সিনেমার দৃশ্যের প্রয়োজনেই এমন দৃশ্যের শুটিং করা হয়েছে। 

তবে সাসপেন্স রাখতেই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলছেন না কেউ। খবর নিয়ে জানা যায়, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। 

বিষয়টি নিয়ে কিছুটা কৌতূহল রেখে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।’ তবে এটি যে শুটিংয়ের সময় তা স্বীকার করেন এই নায়িকা। 

সাইবার থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়