ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিলাসবহুল গাড়ি কিনলেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১১ জানুয়ারি ২০২৪
বিলাসবহুল গাড়ি কিনলেন ইমরান হাশমি

বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাশমি। বিশ্বখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের গাড়িটি কিনতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া এই অভিনেতা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন গাড়ি কিনেছেন ইমরান হাশমি। রোলস রয়েস গোস্ট ব্ল্যাক ব্যাজ মডেলের গাড়িটির মূল্য ১২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ১৯ লাখ টাকার বেশি।

আরো পড়ুন:

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়