অভিনয়ে আসছেন অর্জুন রামপালের বড় কন্যা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
বাবার পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখতে চান বলিউড অভিনেতা অর্জুন রামপালের বড় কন্যা মাহিকা রামপাল। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অর্জুন রামপাল।
এ আলাচারিতার শুরুতে অর্জুন রামপাল বলেন, ‘আমার বড় মেয়ে মাহিকার অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছা। স্কুল জীবনে নাটকে অভিনয় করেছে এবং ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়িতে সবাইকে সে বিনোদন দিয়ে থাকে। এমনটা আপনিও দেখেছেন, আমিও ছোটবেলায় এমনটা করতাম। আপনিও এক ধরনের আকর্ষণের কেন্দ্র হতে চান, এভাবে আপনি অভিনেতা হতে চান।’
লন্ডনের একটি ফিল্ম স্কুল থেকে স্নাতক ডিগ্রি নিয়েছে মাহিকা। তা জানিয়ে অর্জুন রামপাল বলেন, ‘মাহিকা লন্ডনের মেটফিল্ম স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছে। আমি তাকে বলেছিলাম, কীভাবে একটি চলচ্চিত্র নির্মিত হয় তা তাকে দেখতে হবে। এই ক্যাম্পাসে পুরো সেটআপ রয়েছে। লেখা, পরিচালনা, প্রোডাকশন, সম্পাদনা, অভিনয়, ক্যামেরা, লাইটিং— তারা তোমাকে সবকিছু শেখাবে। সুতরাং একদিন তুমি বুম ধরবে, সেট ডিজাইন করবে; আরেক দিন নির্দেশনা দেবে। সুতরাং তুমি সবকিছু শিখবে এবং সবকিছুকে সম্মান করবে।’
অভিনয় পেশাটি সহজ নয়, তা মেয়েকে জানিয়েছেন অর্জুন। তার ভাষায়— ‘‘আমি মাহিকাকে বলেছি, এই কাজ সহজ নয়। সে খুব ম্যাচিউর এবং স্পর্শকাতর একটি মেয়ে। মাহিকা আমাকে বলেছে, ‘যখন তোমার ক্যারিয়ার ভালো যাচ্ছিল না, তখন তোমার কষ্ট, হতাশা যেমন দেখেছি, তেমনি উত্থানও দেখেছি। কিন্তু আমি এটি করতে চাই। কারণ এটি আমি উপভোগ করি।’ সুতরাং আমি তাকে বলেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তোমার হৃদয়ে এটি থাকে, তুমি সত্যি যদি ভালোবাসো এবং এ কাজে সৎ থাকতে পারো, তাহলে ক্যারিয়ার হিসেবে চালিয়ে যেতে পারো। তাহলেই তুমি বিশেষ কিছু করতে পারবে। কিন্তু তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।’’
‘যা আমি পাইনি, তা তোমাকে দিতে পারি। আমি যা শিখেছি তা থেকে তোমাকে উপদেশ দিতে পারি। আমি আমার অর্জিত জ্ঞান তোমার সঙ্গে শেয়ার করতে পারি। কারণ আমি অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু তোমার এই জার্নিটা তোমারই। এই যাত্রায় অনেক মানুষ নেই, এটি নির্জন একটি যাত্রা।’ বলেন অর্জুন রামপাল।
১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে আসে পুত্র সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।
ঢাকা/শান্ত