ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থ আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন অপূর্ব

প্রকাশিত: ১৮:৫৮, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২২, ১৪ মার্চ ২০২৪
অর্থ আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন অপূর্ব

ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

প্রতিষ্ঠানটির ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন অপূর্ব। কিন্তু ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে অপূর্ব সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। গত ১১ মার্চ অভিযোগটি করেন তিনি।

আরো পড়ুন:

আরো পড়ুন: অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ

বিষয়টি নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন মুখ খুললেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, ‘এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে। আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) বিষয়টি অবগত, তারা যা বলার বলবেন।’

এ বিষয়ে অপূর্বর আইনজীবী কথা বলবেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।’

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়