ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না: শুভর আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১৭:৫৬, ১১ এপ্রিল ২০২৪  
‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না: শুভর আবেগঘন স্ট্যাটাস

ফাইল ছবি

চিত্রনায়ক আরিফিন শুভ মাতৃভক্ত হিসেবে দর্শকের কাছে পরিচিত। এই প্রথম এই চিত্রনায়কের ঈদ কাটছে মাকে ছাড়া। আরিফিন শুভ তার মাকে হারিয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে। মাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ। বিভিন্ন উৎসবে মাকে নিয়ে লিখতেন নানান কথা।

মাকে ছাড়া জীবনের প্রথম ঈদে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই অভিনেতা। ঈদের আনন্দের মধ্যেও মায়ের শূন্যতা অনুভব করছেন তিনি। ঈদের দিনের এই বিষণ্নতা ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি  স্ট্যাটাস দিয়েছেন।   

আরেফিন শুভ আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন ‘মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনো বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখবো তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেনো হয়ে গেলো। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘‘আমি ঠিক আছি’’ নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’

ঈদের স্মৃতির কথা মনে করে শুভ আরও লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা, আজকে যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বললো এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে।’

তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না- উল্লেখ করে শুভ পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক জানিয়েছেন।

রাহাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়