ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজার ‘নাকফুল’ হয়ে গেল ‘নাকফুলের কাব্য’

প্রকাশিত: ১৫:৪৪, ২৭ মে ২০২৪   আপডেট: ১৫:৫২, ২৭ মে ২০২৪
পূজার ‘নাকফুল’ হয়ে গেল ‘নাকফুলের কাব্য’

অল্প সময়ের মধ্যে শিশুশিল্পী থেকে নায়িকা বনে যান পূজা চেরি। এরই মধ্যে কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তার পরবর্তী সিনেমা ‘নাকফুল’। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি। তবে বদলে গেছে সিনেমাটির নাম। নতুন নাম রাখা হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান।

সিনেমার নাম বদলের কারণ ব্যাখ্যা করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরো একটি সিনেমা আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। মূলত, এ কারণে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল নারীর কাছে একটি বিশেষ অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না এটি। আশা করি, ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন দর্শক।’

সিনেমাটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।

পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়