ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত: ১৬:৩২, ২৭ জুলাই ২০২৪  
শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সেখানে শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় জুমার পর তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি গণমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

জানাজায় প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলেও জানানো হয়। তবে শাফিন আহমেদের মরদেহ আনার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে শিল্পীর ছেলে রাকিন জানান, বাবাকে দেশে নেওয়ার বিষয়টি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এখান থেকে দেশে নেওয়ার বিষয়ে অনেক কাজ রয়েছে। বেশকিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সেগুলো সম্পন্ন হলেই আমরা তাকে নিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো। এখন আপাতত এখানেই বাবার মরদেহ রাখা হচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাকে যেন শান্তিতে রাখেন।

এর আগে, মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও বেইজ গিটারিস্ট শাফিন আহমেদ গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান। সেখানে কনসার্ট করেন তিনি। ভার্জিনিয়ায় গত ২০ জুলাইয়ে আরেকটি কনসার্টে অংশ নেওয়া আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হন এই গায়ক।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে না ফেরার দেশে চলে যান তিনি। বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম।

/ঢাকা/রাহাত/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়