ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

৬ মাস আয়নায় নিজের মুখ দেখিনি: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪১, ৫ নভেম্বর ২০২৪
৬ মাস আয়নায় নিজের মুখ দেখিনি: বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন। বলিউডের প্রথম সারির এ অভিনেত্রীর যা অর্জন, তা চোখের পলকেই পাননি। বরং দীর্ঘ সংগ্রামের ফসল।

কাস্টিং কাউচ থেকে শুরু করে বডি শেমিংয়ের শিকারও হয়েছেন বিদ্যা বালান। স্বাস্থ্য ভালো হওয়ায় শরীর নিয়ে তাকে কটু কথা শুনতে হয়েছে। এ বিষয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কারও করেন। কয়েক দিন আগে ফের তিক্ত অভিজ্ঞতার কথা জানান বিদ্যা। এক প্রযোজকের আচরণে এতটাই আহত হয়েছিলেন যে, ৬ মাস নিজের চেহারা আয়নায় দেখেননি এই অভিনেত্রী।

গালাতা ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, “আমি একটি তামিল সিনেমায় অভিনয় করেছিলাম। সিনেমাটির দুই দিন শুটিং করি, এরপর আমাকে বাদ দিয়ে অন্য নায়িকা নেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে বাবা-মাকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ে সিনেমাটির প্রযোজকের অফিসে যাই। প্রযোজক শুটিংয়ের কয়েকটি ক্লিপ বাবা-মাকে দেখিয়ে বলেন, ‘দেখেন তো, কোন দিক থেকে আপনার মেয়েকে নায়িকা মনে হয়। সে অভিনয় জানে না, নাচতেও জানে না।’ ওই সময়ে ভাবছিলাম, আগে আমাকে অভিনয় এবং নাচতে দাও। কারণ আমি খুবই অল্প শুটিং করেছি।”

প্রযোজকের এ মন্তব্যের পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন বিদ্যা বালান। সেই স্মৃতিচারণ করে ‘ডার্টি পিকচার’খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘প্রযোজকের মন্তব্য শোনার পর, আমি ৬ মাস আয়নায় মুখ দেখিনি। কারণ নিজেকে খুব বিচ্ছিরি লাগছিল। আপনি যদি কাউকে রিজেক্ট করেন, তবে অবশ্যই সুন্দর ভাষায় কথা বলবেন। কথা এতটাই শক্তিশালী যে, এটি ধ্বংস করে দিতে পারে আবার যত্নে বাঁচিয়েও রাখতে পারে। সেই স্মৃতি কখনো ভুলব না। আমার প্রথম জীবনের শিক্ষা, মানুষের প্রতি সদয় হোন। কারণ সে (প্রযোজক) আমার জীবনকে (৬ মাস) ধ্বংস করে দিয়েছিল।’

১৯৯৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘হাম পাঁচ’ টিভি সিরিজে অভিনয় করেন বিদ্যা বালান। ২০০৩ সালে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালো থেকো’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে সাইফ আলী খান, সঞ্জয় দত্তর সঙ্গে পর্দা ভাগ করে নেন বিদ্যা। ২০১১ সালে ‘ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই দাপুটে অভিনেত্রী।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আনিস বাজমি পরিচালিত এ সিনেমা গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি প্রমুখ।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়