ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে যা বললেন শ্বেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪
সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে যা বললেন শ্বেতা

ইব্রাহিম আলী খান, পলক তিওয়ারি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনো বলিউডে অভিষেক ঘটেনি তার। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম!

মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তারপরও ইব্রাহিম-পলককে নিয়ে আলোচনা বন্ধ হয়নি। স্ক্রিন’স ডিয়ার মি-কে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, “এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলদ্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে। এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো?”

আরো পড়ুন:

শ্বেতা তার ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে বলেন, “ইন্টারনেট অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখেতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না।”

মেয়ে পলক তিওয়ারি যে ধরনের নেতিবাচক মন্তব্য পাচ্ছেন, ট্রলের শিকার হচ্ছেন, তা নিয়ে মা হিসেবে চিন্তিত শ্বেতা তিওয়ারি। তবে পলক এসব বিষয় সামাল দেওয়াও শিখে গেছে। এসব তথ্য উল্লেখ করে শ্বেতা তিওয়ারি বলেন, “মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব নিরীহ, সে কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।”

শ্বেতা তিওয়ারি মেয়ের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও পলকের বাবা রাজা চৌধুরী বিপরীত মন্তব্য করেছিলেন। টেলিচক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে রাজা চৌধুরী বলেছিলেন— ‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’

২০২২ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছেন পলক। ঠিক তখন ফটোসাংবাকিকদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি। এ নিয়ে পলক তিওয়ারি বলেছিলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ এই ছবিগুলো দেখেই মা আমার খবর রাখেন। ছবিগুলো দেখলে তিনি আমাকে মিথ্যাবাদী মনে করতেন।’

‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে।

বৈবাহিক ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাজা চৌধুরীর সঙ্গে ৯ বছরের সংসার ভেঙে দেন শ্বেতা তিওয়ারি। পরে মেয়ে পলককে একা হাতেই মানুষ করেন তিনি। ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে ফের ঘর বাঁধেন শ্বেতা। কিন্তু এ বিয়েও সুখের হয়নি তার। এ সংসারও ভেঙে যায় তার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়