ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আর তোমার ফোন নম্বর থেকে কল আসবে না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২১, ৪ জানুয়ারি ২০২৫
‘আর তোমার ফোন নম্বর থেকে কল আসবে না’

অঞ্জনা, পলি

বাংলাদেশের স্বর্ণালি সময়ের নায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা মারা গেছেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে। চিত্র নায়িকা পলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অভিনেত্রী অঞ্জনা আপু  আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু তোমাকে তো আমি কত বার ডাকলাম, তুমি হসপিটালে। আপু তোমাকে আমি অনেক মিস করব।’’

পলি আরও লিখেছেন, ‘‘কত কথা বলতে ফোনে। এখন তোমার ফোন নম্বর থেকে আর কল আসবে না। আপু…” 

আরো পড়ুন:

 উল্লেখ্য, চিত্রনায়িকা অঞ্জনা অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৭৬ সালে। তিনি বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে শোবিজে পা  রাখেন। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’। শামসুদ্দিন টগর পরিচালিত এ সিনেমাটি ১৯৭৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়। চিত্রজগতে আসার আগে অঞ্জনা একজন নামকরা নৃত্যশিল্পী ছিলেন। যৌথ প্রযোজনার সুবাদে বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তান, নেপাল, তুরস্কের সিনেমাতেও ছিল বিশাল পরিচিতি। সেখানকার জনপ্রিয় নায়কদের সঙ্গে করেছেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অঞ্জনা  জাতীয় পুরস্কারের পাশাপাশি দু’বার বাচসাস, নৃত্যে দু’বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়