ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডের ‘লাস্ট সুপারস্টার’ তারা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৬, ২৯ জানুয়ারি ২০২৫
বলিউডের ‘লাস্ট সুপারস্টার’ তারা!

বলিউডে খানত্রয়ীর অবদান ব্যাখ্যাতীত। উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন যোগ্য প্রজন্ম। খানত্রয়ীর পর রণবীর কাপুর, হৃতিক রোশান, কার্তিক আরিয়ানকে ‘লাস্ট সুপারস্টার’ মনে করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপরের বলিউড নিয়ে শঙ্কিত ‘কহোনা প্যায়ার হ্যায়’খ্যাত এই তারকা।

ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন আমিশা প্যাটেল। এ আলাপচারিতায় ‘গদর’ তারকা বলেন, “সালমান খান, শাহরুখ খান, আমির খানের পর রণবীর, হৃতিক, কার্তিক অবশ্যই তাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটাই শেষ। আমার ধারণা, এখানেই শেষ। সত্যিকার অর্থে তারাই কাজ করে যাচ্ছে; তাদের পরে বলিউডে কী হবে তা ভাবতেও ভয় লাগে।”

আরো পড়ুন:

বলিউডের শীর্ষ তারকাদের উপরে আকাশচুম্বী প্রত্যাশা থাকে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “যখন শাহরুখ খান, সানি দেওল, অজয় দেবগন, সালমান খান, রণবীর অথবা হৃতিকের একটি সিনেমা মুক্তি পায়, তখন প্রত্যাশা থাকে এটি তাদের পূর্ববর্তী ব্লকবাস্টার সিনেমার মতো হবে। কিন্তু বাস্তবে প্রতিটি সিনেমা হিট হওয়া সম্ভব নয়। এরকম সাফল্য বিরল। প্রতিটি সিনেমাই ব্লকবাস্টার হতে পারে না।”

বলিউড ইন্ডাস্ট্রি কয়েকজন তারকার উপরে ভীষণভাবে নির্ভরশীল। ফলে চাপ আরো বাড়িয়ে তুলেছে। এ তথ্য উল্লেখ করে আমিশা প্যাটেল বলেন, “এই চাপ যদি আরো বৃহত্তর গোষ্ঠীর মাঝে সমানভাবে দেওয়া যেত, তবে এটি সহজ হতো। কিন্তু এটি খুব কম সংখ্যক তারকার উপরে রয়েছে। ফলে এটি খুবই চ্যালেঞ্জিং।”

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ব্যর্থতার তকমা ‍মুছে দিয়েছে ‘গদর টু’ সিনেমা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। আমিশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তওবা তেরা জালওয়া’। গত বছরের শুরুতে মুক্তি পায় সিনেমাটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়