ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকিট না পাওয়ায় আমার পরিবারও ‘বরবাদ’ দেখতে পারেনি: শাকিব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৪৩, ১৩ এপ্রিল ২০২৫
টিকিট না পাওয়ায় আমার পরিবারও ‘বরবাদ’ দেখতে পারেনি: শাকিব

‘বরবাদ’ সিনেমার দৃশ্য

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।

সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। তবে টিকিটের অভাবে প্রেক্ষাগৃহে গিয়ে শাকিব খান ও তার পরিবার এখনো সিনেমাটি দেখতে পারেননি। তা হলে কবে দেখবেন শাকিব? এ প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার মেগাস্টার বলেন, “আগামী সপ্তাহে ‘বরবাদ’ দেখার পরিকল্পনা আছে।”

আরো পড়ুন:

সিনেমা না দেখার কারণ ব্যাখ্যা করে শাকিব খান বলেন, “পরিবারের লোকজন যে দেখবে, তারাও তো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় আমার পরিবার এখনো ‘বরবাদ’ দেখতে পারেনি। প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকিট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই মুহূর্তে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য পুরো একটা শো বুক করতে হবে।”

ঈদের তৃতীয় সপ্তাহে দেশের ১২১ প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে ‘বরবাদ’ সিনেমার মিডনাইট শো চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে, দেশের ১৫ প্রেক্ষাগৃহে ১৫টির বেশি প্রেক্ষাগৃহ মিডনাইট শো চালিয়েছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়