যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে: নচিকেতা

নচিকেতা চক্রবর্তী
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। তারপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই জবাব হিসেবে গতকাল রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এটির নাম দিয়েছে— অপারেশন সিঁদুর।
বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি ও কলকাতার অনেক তারকাই এই যুদ্ধকে সমর্থন জানিয়েছেন। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বরেণ্য সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “একটা কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।”
অর্থনৈতিক স্বার্থে গোটা পৃথিবীতে যুদ্ধ সংগঠিত হয়ে থাকে। এ বিষয়ে নচিকেতা বলেন, “সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে নচিকেতা বলেন, “মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।”
ঢাকা/শান্ত