ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব-বীরের ছবি, ক্যাপশনে বুবলী-অপুর ঠান্ডা যুদ্ধ!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৭ মে ২০২৫   আপডেট: ১৭:০৫, ২৮ মে ২০২৫
শাকিব-বীরের ছবি, ক্যাপশনে বুবলী-অপুর ঠান্ডা যুদ্ধ!

বাবার সঙ্গে বীর, জয়

ঢালিউডে জমে উঠেছে এক নতুন স্মৃতিযুদ্ধ। না, কোনো সিনেমার দৃশ্য নয়— এটা বাস্তব জীবনের ফটো ক্যাপশনের যুদ্ধ। শাকিব খানের সঙ্গে ছোট ছেলে বীরের একগুচ্ছ ছবি প্রথমে পোস্ট করেন তার মা বুবলী। এর কিছুক্ষণ পরই সেই একই ছবি যেন বিকল্প ক্যাপশনে হাজির হয় অপু বিশ্বাসের টাইমলাইনে!

সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য নতুন কিছু নয়। অপু-বুবলীর টানাপড়েনের ইতিহাস বরাবরই খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার এই ছবির লড়াই যেন দর্শকদের চোখে বিনোদনের নতুন মঞ্চ!

আরো পড়ুন:

বুবলী তার পোস্টে বাবা-ছেলের ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে লিখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না।” ছবিতে শাকিব আর বীরের খুনসুটি, কোলে নিয়ে ঘোরাঘুরি। সব মিলিয়ে এক আদুরে দৃশ্য।

এ ঘটনার কিছুক্ষণ পরই অপু বিশ্বাস জয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

অপু-বুবলীর কর্মকাণ্ড নিয়ে নেটিজেনরা নানা ধরনের চর্চা করছেন। তবে এ নিয়ে নীরব শাকিব খান।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়