অতিথি পাখি শিকার বন্ধে যে কাণ্ড ঘটিয়েছিলেন হুমায়ুন ফরীদি
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

হুমায়ুন ফরীদি
অনেকেই জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারা নিষিদ্ধ এই ক্যাম্পেইনে অভিনেতা হুমায়ূন ফরীদির বিশেষ অবদান ছিলো। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভোরবেলা ঘুমিয়ে আছি। সম্ভবত ইট ওয়াজ হলিডে। হঠাৎ দুইটা গুলির শব্দ। আমি রুস্তুমকে বললাম কি হইছেরে? বললো যে, কারা যেন পাখি শিকার করতেছে। আমি বললাম যে, বেঁধে নিয়ে আয়। ওই বোকা করছে কি বেঁধেই নিয়ে আসছে। দেখি যে- দুই ভদ্রলোক। আমি দেখেই বললাম, স্যারি ভাই। ওই দুই লোকতো ভয় পেয়ে গেলো। বললাম যে, ব্রেকফাস্ট করেছেন? বললো যে ‘না আমরা ব্রেকফাস্ট করবো না’।’’
এরপরেও হুমায়ূন ফরীদি তাদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন। তিনি সকালের নাস্তা আনানোর ব্যবস্থা করেন।
হুমায়ূন ফরীদি বলেন, ‘‘ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট আনলাম। খাওয়ালাম। তারা ঠিকমতো খেতেও পারলো না। এতো ভয় পেয়ে গিয়েছিলো। আমি তাদেরকে বললাম যে, পাখি হত্যা করাতো ঠিক না। তারা আমাদের অতিথি। এবং পরিবেশের জন্য দরকার। এগুলো আর করবেন না ভাই। তারপর থেকে জাহাঙ্গীরনগরে পাখি শিকার বন্ধ।’’
ঢাকা/লিপি