ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মান্নারা চোপড়ার বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৭ জুন ২০২৫   আপডেট: ১২:০৪, ১৭ জুন ২০২৫
মান্নারা চোপড়ার বাবা মারা গেছেন

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মান্নারা চোপড়ার বাবা মারা গেছেন। সোমবার (১৬ জুন) বার্ধক্যজনিত কারণে রমন রাই হান্ডা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বলে রাখা ভালো, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খালাত বোন মান্নারা চোপড়া। রমন রাই হান্ডা পেশায় একজন আইনজীবী ছিলেন। বাবার মৃত্যুর খবর জানিয়ে মান্নারা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

আরো পড়ুন:

মান্নারা তার পোস্টে লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের বাবাকে হারিয়েছি। ১৬ জুন, বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবা আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন। ১৮ জুন, মুম্বাইয়ে বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।”

বার্ধক্যজনতি কারণে বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রমন রাই। তবে তার অসুস্থতার নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি মান্নারা। রমন রাই দিল্লি উচ্চ আদালতের আইনজীবী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী আর দুই কন্যাকে রেখে গেছেন।

২০১৪ সালে ‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মান্নারা চোপড়ার। সিনেমাটির পোস্টার প্রকাশের পরই আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। সিনেমাটিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন। যদিও এটি বক্স অফিসে ব্যর্থ হয়।

এরপর দক্ষিণ চলচ্চিত্রে নিয়মিত হন মান্নারা। উপহার দেন ‘থিকা’, ‘রোগ’, ‘সীতা’র মতো চলচ্চিত্র। বিতর্কিত বিগ বসের ১৭তম আসরে অংশ নিয়ে খ্যাতি কুড়ান। ট্রফি জিততে না পারলেও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন এই অভিনেত্রী।

 

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়