ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশ বাবুকে দেখে কেন অপরাধবোধে ভুগতেন তৃষা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ জুন ২০২৫   আপডেট: ০৯:০০, ২৩ জুন ২০২৫
মহেশ বাবুকে দেখে কেন অপরাধবোধে ভুগতেন তৃষা?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা শিল্পী মহেশ বাবু ও তৃষা কৃষ্ণান। আলাদা আলাদাভাবে তারা যেমন ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, তেমনি জুটি বেঁধেও অভিনয় করেছেন। ‘আতাডু’, ‘সাইনিকুডু’, ‘খিলাড়ি ভাইয়া’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই যুগল।  

চলচ্চিত্রে অভিনয়ের আগে থেকেই মহেশ বাবু ও তৃষা কৃষ্ণান পরস্পরকে চিনেন। ইন্ডিয়া গ্লিটজ-কে দেওয়া সাক্ষাৎকারে তৃষা কৃষ্ণান বলেন, “অনেকেই জানেন না, মহেশ বাবুকে অনেক দিন ধরে চিনি। সে যখন চেন্নাইয়ে কলেজে পড়ে, তখন আমরা কমন ফ্রেন্ড ছিলাম। সেখানেই আমাদের প্রথম দেখা। আমাদের ‘হাই-বাই’ এর বন্ধুত্ব ছিল। আমরা কেউই জানতাম না, কখনো একসঙ্গে সিনেমায় অভিনয় করব।”

মহেশ বাবু প্রতিশ্রুতিবদ্ধ, পরিশ্রমী একজন অভিনেতা। তার আত্মত্যাগ দেখে অপরাধবোধে ভুগতেন তৃষা। এ অভিনেত্রীর ভাষায়, “মহেশ কঠোর পরিশ্রমী। সে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সেটে থাকত। তার নিষ্ঠা দেখে আমার অপরাধবোধ হতো। এমনকি সে তার ক্যারাভানেও যেত না। সে মনিটরের সামনে বসে প্রতিটি দৃশ্য পর্যবেক্ষণ করত, তার সঙ্গে আমিও থাকতাম।” 

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এটি পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। 

মহেশ বাবুর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা এটি। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

তৃষা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থাগ লাইফ’। গত ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সিনেমাটিতে ৩০ বছরের বড় কমল হাসানের সঙ্গে রোমান্স করে দারুণ আলোচনায় উঠে আসেন তৃষা। বর্তমানে তৃষার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়