ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৭:৫৩, ২৪ জুন ২০২৫
‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

নানা কারণে আলোচনায় থাকেন তারকারা। কিন্তু সব আলোচনার মাঝেও কিছু মুহূর্ত থাকে নীরব, অন্তরঙ্গ—যেগুলো শুধু হৃদয়ের জন্য। সংগীতশিল্পী তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের জীবনের এমন কিছু মুহূর্তই দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমে।

নতুন সংসার। নতুন পথচলা। আর সেই যাত্রার প্রতিটি বাঁকে যেন মিলেছে প্রশান্তির ছোঁয়া। রোজা আহমেদ ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তাদের একান্ত কিছু মুহূর্ত। তাতে দেখা যায়, সবুজে মোড়া কোনো রিসোর্ট, হালকা বৃষ্টি, সুইমিংপুলের জলে চুপচাপ ভেসে আছেন দুটি মানুষ। তাদের ভালোবাসা যেন কোনো কোলাহল চায় না, শুধু সঙ্গ চায়।

আরো পড়ুন:

এ পোস্টে রোজা আহমেদ লেখেন, “সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।”

তাহসান বহু বছর ধরেই গান ও অভিনয় জগতে একজন পরিশীলিত শিল্পী হিসেবে পরিচিত, সাম্প্রতিক সময়ে যেন একটু বেশিই ঘরোয়া। কাজের বাইরে দেশের বাইরে কাটছে তার অনেকটা সময়। কখনো আমেরিকার এক কোণায়, কখনো ইউরোপের কোনো শহরে।

কাজের ফাঁকে যেটুকু অবসর, সেটুকুই যেন এখন তার সবচেয়ে দামি সম্পদ। যাকে তিনি সময় দেন সেই মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

রোজা আহমেদ, পেশায় নিউ ইয়র্কের একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। শুধু সাজান না, মানুষকে তাদের জীবনের বিশেষ দিনে আত্মবিশ্বাসী করে তোলেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই আত্মবিশ্বাস ও কোমলতা চোখে পড়ে।

তাহসান-রোজার এই বন্ধনের রূপ আলাদা। তারা যেন প্রকাশের চেয়ে বোঝাপড়ার দিকে বেশি মনোযোগী। তাদের জীবনযাপন, ভ্রমণ কিংবা ভালোবাসার প্রতিটি দৃশ্যেই যেন থাকে নান্দনিকতার ছোঁয়া, কোলাহলবর্জিত এক ধরনের পরিপক্ব সংবেদন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়