ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ধর্ষক আপনার বাপ হলেও প্রতিবাদ করেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৯ জুন ২০২৫   আপডেট: ১৭:০৮, ২৯ জুন ২০২৫
‘ধর্ষক আপনার বাপ হলেও প্রতিবাদ করেন’

নাসির উদ্দিন খান

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ খবর প্রকাশ্যে আসার পর সারাদেশে তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন।

রবিবার (২৯ জুন) দুপুরে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে ধর্ষণের মতো অপকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন ‘সিন্ডিকেট’ তারকা।   

আরো পড়ুন:

নাসির উদ্দিন খান বলেন, “যেকোনোভাবেই হোক নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করা উচিত’—আমার মেনে চলা নিয়মনীতির মধ্যে এটি অন্যতম। পরিবার-পরিজন কিংবা আশেপাশের শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার আলাপ আলোচনার কমন বিষয়ও এটি। কিন্তু দেশ-বিদেশের বর্তমান এই অস্থির সময়ে চাইলেই কি নিজেকে চাপমুক্ত রাখা যায়! নিজেকে যতই নানান ফান-ফুর্তিতে নিয়োজিত রেখে এইসব অস্থির বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, তবু চোখের সামনে এসে হাজির হয় যুদ্ধ, ধর্মীয় বিদ্বেষ, নারী বিদ্বেষ, খুন, সংখ্যালঘু নির্যাতন, অসহায়ের উপর অত্যাচার, বিচারহীনতা, ইত্যাদি-ইত্যাদি-ইত্যাদি।”

কিছু মানুষ অপকর্মকে নানাভাবে আড়াল করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে নাসির উদ্দিন খান বলেন, “সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি লোকে এইসব অপকর্মকে ঢাকার জন্য নিজেকে কিংবা নিজের পছন্দের জাতি-গোষ্ঠীকে নানান অজুহাতে বা যুক্তিতর্কের মাধ্যমে রক্ষা করার চেষ্টা করে, অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়। মনে রাখবেন, এই সব ঘটনা যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনার আমার পরিবারের সাথেও ঘটতে পারে।”

নানা অজুহাতে ধর্ষণকে যারা ন্যায্যতা দিতে চান, তারাও ধর্ষক বলে মনে করেন নাসির উদ্দিন খান। তার ভাষায়, “ধর্ষক আপনার বাপ হলেও পারলে প্রতিবাদ করেন, নয়তো চুপ থাকেন। এটাওটা বলে এইসব অপকর্মকে ন্যায্যতা দিতে আইসেন না। ধর্ষকের পক্ষে কথা বলা কিংবা নানান অজুহাতে ধর্ষণকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করা প্রত্যেকটা মানুষও একেকজন ধর্ষক।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়