ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন রূপে বক্স অফিসে কতটা সাড়া ফেললেন কাজল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩০ জুন ২০২৫   আপডেট: ১১:৩৪, ৩০ জুন ২০২৫
নতুন রূপে বক্স অফিসে কতটা সাড়া ফেললেন কাজল?

‘মা’ সিনেমার দৃশ্য

অভিনয়ে খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী কাজল। গত কয়েক বছর ধরে একটি বা দুটো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ৮ মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন অজয় ঘরণী।

২৭ জুন ভারতের দেড় হাজার পর্দায় মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমা। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। দর্শক-সমালোচকরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ফিল্মি শিল্মি পাঁচের মধ্যে ৪ রেটিং দিয়েছে। তবে বলিউড হাঙ্গামা দিয়েছে ৩, ইন্ডিয়া টুডে ২.৫, ইন্ডিয়ান এক্সপ্রেস ২, এনডিটিভি ২ দিয়েছে।

আরো পড়ুন:

চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘মা’ রয়েছে ১১তম স্থানে। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি। 

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘মা’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করেছে ৪.৬৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৬.৭৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১৭.৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি৮৭ লাখ টাকা)। 

পৌরাণিক গল্প নিয়ে গড়ে উঠেছে এই ভৌতিক সিনেমার কাহিনি। অজয় দেবগনের সুপারহিট ‘শয়তান’ ইউনিভার্সের নতুন সিনেমা এটি। বক্স অফিসে রাজ করতে না পারলেও নতুন রূপে প্রশংসা কুড়াচ্ছেন কাজল।

অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে, কুমার প্রযোজিত ‘মা’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি রুপি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, আর মাধবন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়