ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

জয়ার সিনেমার ট্রেইলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৪ জুলাই ২০২৫   আপডেট: ১২:৩৯, ৪ জুলাই ২০২৫
জয়ার সিনেমার ট্রেইলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার পরবর্তী সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালিত এ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপড়েন। 

জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেইলার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেইলারটি শেয়ার করেন ‘শোলে’ তারকা। ক্যাপশনে অমিতাভ বচ্চন লেখেন, “টনি দা, সবসময়ই শুভ কামনা।” 

অমিতাভ বচ্চনের এই পোস্ট জয়া আহসানের দৃষ্টি এড়ায়নি। পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লেখেন, “হাসি দিয়ে শুক্রবার শুরু। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেইলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার, আপনার আশীর্বাদের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।” 

আরো পড়ুন:

“রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?”—এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ট্রেইলারে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। এ সিনেমায় একজন মা ও মেয়ের সম্পর্কের টানাপড়েন দেখানো হবে। 

সিনেমাটির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। তাছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি, মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়