স্বপ্নপূরণে মাহদির ছুটে চলা
বর্তমান সময়ের তরুণ নির্মাতা মাহদি আল মুজাহিদ৷ তার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খানসহ আরো অনেকে। নির্মাণের পাশাপাশি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।
এ প্রতিষ্ঠানের ব্যানারে নিয়মিত নির্মিত হচ্ছে নাটক, মিউজিক ভিডিও। তারই ধারাবাহিকতায় এই নির্মাতা নির্মাণ করেছেন নতুন একটি মিউজিক ভিডিও। ‘জানরে তুই আয়না’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহদি। এই গানে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী এ কে অয়ন। গানটির সংগীতায়োজনও করেছেন শিল্পী।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, “গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে৷ আর তাই আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি সেই আবেশে। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য—মেঘ, পাহাড়, ঝরনা, সমুদ্রের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।”
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, “আমরা টানা পাঁচদিন বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে দেখা গেছে বৃষ্টির কারণে আমরা ক্যামেরা ওপেনই করতে পারিনি। সারাদিনে সব মিলিয়ে ১০ মিনিটের বেশি শুট করতে পারিনি। ঝরনার শুট করতে গিয়ে আমাদের পুরো ক্যামেরা ভিজে যায়, তবু আমরা থামিনি। কারণ আমরা চেয়েছি দর্শকদের সেরা ভিউটা দিতে।”
সাংবাদিক পুত্র মাহদির এই শোবিজকে কেন্দ্র করেই যত স্বপ্ন। আর সেই লক্ষ্যেই নিয়মিত কাজ করে যাচ্ছেন এই নির্মাতা। বর্তমানে তিনি মাহতিম সাকিব, তানজিল মিজবাহ, তানজিদ সরওয়ার ও এ কে অয়নসহ গুণী শিল্পীদের নিয়ে নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা/রাহাত/শান্ত