‘যোধা আকবর’ সিনেমায় কত কেজি সোনা ব্যবহার করা হয়েছিল?
আশুতোষ গোয়ারিকর নির্মিত আলোচিত সিনেমা ‘যোধা আকবর’। ঐতিহাসিক-রোমান্টিক এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৮ সালে মুক্তি পায় সিনেমাটি।
এ সিনেমায় মুঘল আমলের সাজসজ্জার জন্য প্রচুর পরিমাণে গহনা ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ঐশ্বরিয়া-হৃতিকের বিয়ের দৃশ্যের কথা উল্লেখ করা যেতে পারে। বিয়ের সাজে টিকলি, ভারী ভারী গলার হারসহ নানা ধরনের গহনা দেখা যায় ঐশ্বরিয়ার শরীরে। তাছাড়া হৃতিকের পোশাকও ভীষণ ঝলমলে ও নজরকাড়া। মজার ব্যাপার হলো—এসব গহনা নকল ছিল না।
একাডেমি মিউজিয়ামের তথ্য মতে, চলতি মাসে একাডেমি মিউজিয়ামের কালার ইন মোশনে ‘যোধা আকবর’ সিনেমায় ব্যবহৃত ঐশ্বরিয়া রাই বচ্চনের পরিহিত একটি পোশাক প্রদর্শিত হয়। গত ১৩ জুলাই পর্যন্ত এটি প্রদর্শন করা হয়।
সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানায়, ‘যোধা আকবর’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চন লাল রঙের লেহেঙ্গায় বধূ সেজেছিলেন। এটি কেবল আকনিক নয়, আক্ষরিক অর্থে ঐতিহাসিক। সম্প্রতি একাডেমি মিউজিয়ামের কালার ইন মোশনে প্রদর্শিত হয় এই অংশ; যা সত্যিই দর্শনার্থীদের আকর্ষণ করে। এতে ৩০০ কেজি সোনার গহনা ব্যবহার করা হয়েছে, যা ২০০ জন কারিগর ৬০০ দিনের বেশি সময়ে তৈরি করেছিলেন। ঐশ্বরিয়ার বিয়ের সেটের ওজন ছিল ৩ কেজি ৫০০ গ্রাম। ঐশ্বরিয়া তার চরিত্রের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে মন্তব্য করেছিলেন!
ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য যেসব অলংকার তৈরি করা হয়েছিল, তাতে ৪০০ কেজি সোনা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। প্রায় ২ শতাধিক কারিগর প্রায় ২ বছরে কাজটি করেন। ঐশ্বরিয়া বিয়ের যে সেটটি পরেছিলেন তার ওজন ছিল সাড়ে তিন কেজির বেশি। পুরো সিনেমাজুড়ে প্রায় ২০০ কেজি সোনা পরেছিলেন ঐশ্বরিয়া।
‘যোধা আকবর’ সিনেমা মুক্তির পর ঐশ্বরিয়া রাই বচ্চনের লুক নারীদের মন কেড়েছিল। ফলে রাজপুত গহনার চাহিদা বেড়ে গিয়েছিল। এখনো ভারতীয় নারীদের কাছে খুবই জনপ্রিয় এটি।
‘যোধা আকবর’ ঐতিহাসিক ও রোমান্টিক একটি চলচ্চিত্র। মুঘল সম্রাট আকবর, রাজপুত রাজকুমারী যোধাবাঈয়ের প্রেম এবং রাজনৈতিক জোটের গল্প সিনেমাটিতে বলা হয়েছে। ১৫৬২ সালে আকবর-যোধাবাঈয়ে বিয়ে হয়। তাদের বিয়ে ও সম্পর্ককে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। এই দুই চরিত্র রূপায়ন করেন হৃতিক রোশান ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
‘যোধা আকবর’ সিনেমায় আরো অভিনয় করেন— সোনু সুদ, কুলভূষণ খারবান্দা, পুনম সিনহা, বালরাজ, রাজা মুরাদ প্রমুখ। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১০৭ কোটি রুপি।
ঢাকা/শান্ত