কত টাকা আয় করেছে আলোচিত ‘সাইয়ারা’?
মোহিত সুরি নির্মিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আহান পান্ডে ও অনীত পড্ডা। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির আগেই আলোচনা তৈরি করেছিল আর মুক্তির পর রীতিমতো সাড়া ফেলেছে ‘সাইয়ারা’।
নতুন মুখ আহান পান্ডে অভিষেক সিনেমাতেই বাজিমাত করেছেন। অনীত পড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিষেকেই বাজিমাত করেছেন চাঙ্কি পান্ডের ভাতিজা আহান।
সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ৪৫ কোটি রুপি বাজেটের ‘সাইয়ারা’ বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সাইয়ারা’ আয় করে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ২৫.৬৩ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬.৬৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ৬৫ লাখ টাকা।
২০২৫ সালে বেশ কিছু হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সাইয়ারা’ চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে আছে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমা।
ঢাকা/শান্ত