ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় সোভিয়েত চলচ্চিত্র উৎসব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২৬ জুলাই ২০২৫  
ঢাকায় সোভিয়েত চলচ্চিত্র উৎসব

ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে সোভিয়েত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দর্শকদের রুশ চলচ্চিত্র ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

এই উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, থিমভিত্তিক প্রদর্শনী এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন ধরণের ধ্রুপদী সোভিয়েত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই উৎসবের জন্য এমন চলচ্চিত্র বাছাই করা হয়েছিল, যেগুলোতে বন্ধুত্ব, ভালোবাসা ও বীরত্বের মত সর্বজনীন এবং চিরন্তন মূল্যবোধ তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীর পর অতিথিরা সোভিয়েত চলচ্চিত্রের ইতিহাসভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং একটি বুফে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নেন। এটি সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করে এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মহল, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীরা এবং অসংখ্য চলচ্চিত্রপ্রেমী অংশগ্রহণ করেন।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়