ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিবের ‘রহস্যময়’ বার্তা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:০৫, ৮ আগস্ট ২০২৫
শাকিবের ‘রহস্যময়’ বার্তা

শাকিব খান

প্রায় এক মাস হতে চলল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সেখান শবনম বুবলী ও পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন এই নায়ক। তাদের অবসরযাপনের স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর তা নিয়ে মেতে উঠেন দেশবাসী। 

শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চললেও টুঁ-শব্দ করেননি তিনি। হঠাৎ রহস্যময় বার্তা দিলেন শাকিব খান। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে নতুন কিছু আগমনের জোরালো বার্তা দিয়েছেন ‘তুফান’ তারকা।   

আরো পড়ুন:

শাকিব খান বলেন, “কাজ, ভ্রমণ আর বড় পর্দার স্বপ্নের মাঝে দিনগুলো যেন চোখের পলকে উড়ে যাচ্ছে। পর্দার পেছনে চলছে টানা পরিশ্রম। ফিল্মের পরিকল্পনা থেকে শুরু করে সাহসী নতুন উদ্যোগ।”  

নতুন কিছু নিয়ে আসার খবর জানিয়ে শাকিব খান বলেন, “বিশ্বাস করুন, এই নীরবতা এমনি এমনি নয়। এটা এক ধরনের প্রস্তুতি, নতুন কিছুর আগমনীবার্তা। খুব শিগগির ফিরছি একদম নতুন কিছু নিয়ে; যা হবে সাহসী, অবিস্মরণীয় এবং আইকনিক।” 

শাকিব খান নতুন কী নিয়ে আসছেন তা খোলাসা করেননি। তবে রহস্যঘেরা এই বার্তা নিয়ে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।   

শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা মুক্তির পর সারা দেশে সাড়া ফেলেছিল। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়