ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৫
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ

আলিজাহ শাহ

পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা প্রচারের জন্য নয়, তাও বলে দিয়েছেন তিনি। 

আলিজাহ শাহ তার ইনস্টাগ্রামের লিখেছেন, ‘‘যারা মনে করেন আমি কাজ পাওয়ার জন্য অথবা প্রচারের জন্য  এই ঘোষণা দিয়েছি, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই শোবিজে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। এখানে আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজের প্রতিই ঘৃণা জন্মেছে। এখন মুখ খোলা মনোযোগ আকর্ষণের জন্য নয়, বরং অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।’’

আরো পড়ুন:

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, বিনোদন দুনিয়ায় তার অভিজ্ঞতা এতটাই যন্ত্রণাদায়ক যে তিনি আর কখনো ফিরতে চান না।

আলিজাহ-এর অভিযোগ— শোবিজে তাকে হেনস্তার শিকার হতে হয়েছে। পারিশ্রমিক ঠিকমতো পাননি। অন্যদিকে সহকর্মীদের অমানবিক আচরণও সহ্য করতে হয়েছে। সেই অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে।

অভিনেত্রীর অভিযোগ ‘‘দিনের পর দিন ১২ ঘণ্টা ধরে আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর এই অঙ্গনে ফিরছি না, কারণ এই জগৎ আমাকে যা দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’’

স্মৃতি থেকে আলিজাহ উল্লেখ করেন, ‘‘অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। এমন দিনও গেছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করেছে যে বমি করতে করতে শরীর ভেঙে পড়েছে। এই যন্ত্রণা সত্যিকারের, এটি আমার শরীর আর হৃদয়ে রয়ে গেছে। আমি শুধু একা থাকতে চাই।’’

উল্লেখ্য, ২০২১ সালের র‍্যাম্পে হাঁটার সময় পড়ে যাওয়ার ঘটনাটিও তার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করে তুলেছিল।

সূত্র: দ্য ডন

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়