ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জর্জিও আরমানি মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৫
জর্জিও আরমানি মারা গেছেন

জর্জিও আরমানি

ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯১ বছর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ গ্রুপ।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ী জর্জিও আরমানি আর নেই। গভীর শোকের সঙ্গে আমরা তার প্রয়াণের সংবাদ জানাচ্ছি।’’ 

আরো পড়ুন:

বিবৃতিতে ‘আরমানি’ গ্রুপ আরও জানায়, মিলানে শনিবার (৬ সেপ্টেম্বর) ও রোববার (৭ সেপ্টেম্বর) শেষকৃত্য শেষে তাকে আরমানিকে সমাহিত করা হবে।

১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনজা অঞ্চলে জন্ম জর্জিও আরমানির। দুই ভাইবোনের মধ্যে তিনি বড় ছিলেন।  আরমানির ইচছা ছিলো চিকিৎসক হবেন, কিন্তু বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেন।  মাত্র দুই বছর চাকরি করার পর পদত্যাগ করেন।  ১৯৫৭ সালে মিলানের লা রিনাসেন্টে স্টোরে উইন্ডো ড্রেসার ও বিক্রয়কর্মী হিসেবে ফ্যাশন ক্যারিয়ার শুরু করেন। পরে আরমানি নিনো চেরুটিতে মেন্সওয়্যার ডিজাইনার হন। ২৪ জুলাই ১৯৭৫ সালে তার জীবন ও ব্যবসায়িক সঙ্গী আর্কিটেক্ট সার্জিও গ্যালিওটির সঙ্গে মিলিয়ে নিজস্ব রেডি-টু-ওয়্যার লেবেল প্রতিষ্ঠা করেন।

ফ্যাশন দুনিয়ায় ‘রে জর্জিও এবং ‘কিং জর্জিও’  নামেও পরিচিত ছিলেন। ক্রেতাদের মাঝে জনপ্রিয়তায় বছরে  ২.৩ বিলিয়ন ইউরোর (২.৭ বিলিয়ন ডলার) বেশি আয় করে প্রতিষ্ঠানটি।
 
প্রসঙ্গত, কয়েক মাস বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন জর্জিও আরমানি। যে কারণে গত জুন মাসে মিলানে আয়োজিত ফ্যাশন সপ্তাহে তার দলের শোতে উপস্থিত থাকতে পারেননি খ্যাতিমান এ ফ্যাশন ডিজাইনার। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়