ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমক

হানিয়া আমির। ছবি:সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো এলেন ঢাকায়। টিভি পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই দর্শকপ্রিয় এই তারকা এবার বাংলাদেশে এসেছেন সানসিল্কের আমন্ত্রণে। গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন হানিয়া। ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তার এই সফরকে বিশেষ স্মরণীয় করে তুলবে।

আরো পড়ুন:

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল হোটেল শেরাটনে সানসিল্ক আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। সেখানে নির্বাচিত কিছু ভক্ত পাবেন তার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।

সানসিল্ক জানিয়েছে, ‘গেট রেডি উইথ মি’ নামের একটি কনটেস্টের মাধ্যমেই ভক্তরা পাবেন প্রিয় তারকার সঙ্গে সাক্ষাতের সুযোগ।

অংশগ্রহণকারীদের একটি ছোট ভিডিও তৈরি করতে হবে তিন ধাপে— প্রথমে আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। এরপর সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলে আনুন উজ্জ্বল ঝলক, সঙ্গে মানানসই গহনা, ব্যাগ ও জুতা নির্বাচন করুন। সর্বশেষ এই সাজে একটি সুন্দর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করুন।

এই সহজ তিন ধাপ মেনে প্রতিযোগিতায় অংশ নিলেই থাকছে হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।

এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজনে এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন হানিয়া আমির। এরপরই তিনি ঢাকা সফর শেষ করে ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়