ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৫
‘ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?’

পর্দায় গ্ল্যামার, নাচ-গান আর অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই নূতন এবার ট্রলের শিকার হলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের মেকআপ প্রসঙ্গে মন্তব্য করে ট্রলের শিকার হন। নূতন বলেছিলেন, “আমি সাধারণত মেকআপ খুব একটা ব্যবহার করি না, করলেও হালকা মেকআপ করি।” 

এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নানা কৌতুক, মিমিক্রি, ভিডিও ও পোস্ট ভাইরাল হয়। এতে নায়িকাকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। 

আরো পড়ুন:

গ্ল্যামারের বিষয়ে নায়িকা নূতন বলেন, “আমি শোবিজ অঙ্গনের মানুষ। অতীতে দর্শকরা আমাকে যেভাবে দেখেছেন, পর্দার বাইরেও আমাকে গ্ল্যামারাস হিসেবেই কল্পনা করেন। তাই সচেতনভাবেই আমি সাজসজ্জা করি।” 

ট্রলকারীদের উদ্দেশে নূতন বলেন, “প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য রয়েছে। আমার একটি কথাকে কোট করে অনেকেই মজা করছেন। অবাক হয়েছি, একজন নারী হয়ে আরেক নারী ট্রল করছেন! রাষ্ট্র যেখানে আমাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে, দেশ ও জাতি এত ভালোবাসা দিয়েছে—ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকআপই দেখেছেন?”  

কড়া ভাষায় সমালোচনা করে নূতন বলেন, “এসব করে সাময়িক বাহবা পাওয়া যায়। কিন্তু নূতন হতে হলে শতবার জন্ম নিতে হবে। অন্যের সমালোচনা করার আগে নিজ যোগ্যতা নিয়ে ভাবা উচিত।” 

নূতন বলেন, “আমি জানি না যারা ট্রল করছেন তারা কোন ধর্মে বিশ্বাসী। যদি মুসলিম হন, তবে তাদের জানা উচিত মৃত্যুর পর গীবতকারীর পরিণাম কী।” 

হুঁশিয়ারি উচ্চারণ করে নূতন জানান, ভবিষ্যতে যদি কেউ এ ধরনের ট্রল বা মিথ্যা তথ্য ছড়ান, তবে তিনি মানহানির মামলা করতে দ্বিধা করবেন না।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়