ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
এবার দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের আরও এক নায়ক যোগ দিলেন প্রবাসীদের তালিকায়। এবার দেশ ছাড়লেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানে বসা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে দেশ ছাড়ার খবর নিজেই জানিয়েছেন বাপ্পি। যদিও সফরের উদ্দেশ্য স্পষ্ট করেননি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বন্ধু, কেমন আছো?”

পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আমেরিকা পৌঁছে আরও কিছু ছবি প্রকাশ করেন তিনি। সেখানে কালো টি-শার্ট, কালো প্যান্ট ও কালো সানগ্লাসে দেখা যায় তাকে। ওই পোস্টে ক্যাপশনে লিখেছেন, “শহর ঘুরে আনন্দ খোঁজা।”

গণমাধ্যমকে একটি সূত্র জানায়, বাপ্পি চৌধুরী আর দেশে ফিরবেন না। যুক্তরাষ্ট্রে নতুন পেশায় যুক্ত হয়ে জীবন-জীবিকার নতুন পথ খুঁজছেন তিনি।

বাপ্পিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর। হাতে তেমন কোনো কাজ ছিল না অনেকদিন ধরেই।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় বাপ্পির। এক যুগের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’সহ বেশ কিছু ছবি। 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়