ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫
একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমক

চমক

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মডেলিং ও অভিনয়ই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন তিনি। সমকালীন নানা বিষয়ে নিজের মতামত শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ক্রিকেট নিয়ে লিখলেন এই তারকা অভিনেত্রী।  

এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনা ঘিরে ফেসবুকে এক উচ্ছ্বসিত পোস্ট দিয়েছেন চমক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা। এর আগেই নিজের প্রত্যাশা জানিয়ে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাব। বাংলাদেশ বনাম পাকিস্তান।” 

আরো পড়ুন:

তার এই পোস্টে ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ।” আবার কেউ মন্তব্য করেছেন, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজ হারাতেই হবে।” 

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। জয় পেলে ফাইনালে জায়গা নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে। 

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়