ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল

ভাইয়ের সঙ্গে কেয়া পায়েল

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং বা কটাক্ষ করা নতুন কিছু নয়। তবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যেন ট্রল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। এ তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল।  

কয়েক দিন আগে কেয়া পায়েল তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, এক তরুণের পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। অন্য একটি ছবিতে সেই তরুণের গালে চুমু খেতে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“শুভ জন্মদিন আমার ছোট ভাই।” 

আরো পড়ুন:

এরপর থেকে কমেন্ট বক্সে ধেয়ে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। এস. এন. সরকার লেখেন, “সম্ভবত, কেয়া পায়েলের সবচেয়ে ভালো প্রেমিককে শুভেচ্ছা জানালেন।” সুস্মিতা লেখেন, “অসভ্য সুন্দর লাগছে।” আরেকজন লেখেন, “ক্যাপশন দেখে ভাবলাম কচি... ওনার বফ, পরে কমেন্ট পড়ে বুঝলাম অন্য কিছু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

ছোট ভাইয়ের সঙ্গে তোলা এ ছবি নিয়ে বেশি চর্চায় কেয়া পায়েল


 নেটিজেদের কুরুচিপূর্ণ মন্তব্য কেয়া পায়েলেরও নজর এড়ায়নি। নেটিজেনদের উদ্দেশ্যে পোস্টের মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, “কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই।” 

ভাই-বোনের সম্পর্ক নিয়েও মানুষ এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে বিস্মিত কেয়া পায়েল। গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, “আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটা ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি। 

কেয়া পায়েল


খানিকটা ব্যাখ্যা করে কেয়া পায়েল বলেন, “কখনো বাইরে বের হওয়া হয়। এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।” 

ছোট ভাইকে চুমু দেওয়ার বিষয়ে কেয়া পায়েল বলেন, “চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।” 

কেয়া পায়েল


প্রশ্ন ছুড়ে দিয়ে কেয়া পায়েল বলেন, “আমার আপন ছোট ভাই। আমি স্ট্যাটাসে লিখে পর্যন্ত দিয়েছি। আবার মন্তব্যেও লিখে দিয়েছি। তারপরও কিছু মানুষের মন্তব্যে মনে হয়েছে, তারা বিকৃত মস্তিষ্কের। তাদের বিন্দু পরিমাণ কমনসেন্স নেই, কোথায় কোন কথা বলতে হয় বা লিখতে হয়। কোনো কিছু না জেনেই, কিছু মানুষের মনে যা আসছে, তা-ই বলছে। ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়