ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজার টানে জয়ার ঢাকায় ফেরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৩১, ১ অক্টোবর ২০২৫
পূজার টানে জয়ার ঢাকায় ফেরা

জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের বৃহস্পতি তুঙ্গে তা নিয়ে মোটেও সন্দেহ নেই। এপার-ওপার বাংলা একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার কাজে টানা কলকাতায় ছিলেন জয়া। মাত্রই বাংলাদেশে ফিরেছেন।  

দুর্গাপূজার কয়েকটি দিন কলকাতায় কাটিয়েছেন। কলকাতায় পূজার আনন্দ চুটিয়ে উপভোগ করেছেন। ঢাকার বিমানে ওঠার আগে সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জয়া আহসান বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।” 

কলকাতার দুর্গাপূজার আনন্দ উপভোগ করার পাশাপাশি বাংলাদেশের পূজার আনন্দেও যুক্ত হতে চান জয়া। আর এ কারণে তার ঢাকায় ফেরা। এ বিষয়ে জয়া আহসান বলেন, “সেখানে যোগ দিতেই তড়িঘড়ি কলকাতা থেকে দেশে ফিরে যাওয়া। না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা দেখা হবে না।” 

দু-দেশের পূজার মধ্যে ঠিক কতটা তফাত জানতে চাইলে জয়া আহসান বলেন, “হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়াদাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।” 

বেশি দিনের জন্য ঢাকায় ফেরেননি জয়া আহসান। দিন-দুয়েক পরই আবার কলকাতায় ফিরবেন। বিজয়ার কোলাকুলি, মিষ্টিমুখ করেই জয়া ফের কলকাতায় ফিরবেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়