ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন: ফারহান

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১১ অক্টোবর ২০২৫  
আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন: ফারহান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। পবিত্র নগরী মক্কা থেকে ভক্তদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন তিনি, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি এহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।”

সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, “আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি, যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।” ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন।

ওমরা পালন শেষে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। জানা যায়, দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।
 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়