ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার কাছে আরবি শিখছেন মিশা সওদাগর?

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২৭, ২১ অক্টোবর ২০২৫
কার কাছে আরবি শিখছেন মিশা সওদাগর?

রুপালি পর্দায় খলনায়কের চরিত্রে দর্শক মাতালেও বাস্তব জীবনে একেবারেই উল্টো চিত্র জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের। বিনয়, ধর্মীয় চর্চা ও মানবিক বার্তার মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন তিনি। 

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়—নাতি রাফসানের পাশে বসে আছেন মিশা সওদাগর। সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন, নাতিকে কায়দা বা আরবি পড়াচ্ছেন মিশা। কিন্তু আসল গল্পটি একেবারেই অন্যরকম। 

আরো পড়ুন:

ছবিটির ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।” 

অভিনেতার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা মিশার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ। কেউ লিখেছেন, “এটাই আসল শিক্ষা।”, আবার কেউ বলেছেন, “মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।” 

ধর্মীয় ভাবধারার পাশাপাশি মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য এমন পোস্টে নিয়মিত দেখা যায় মিশা সওদাগরকে। ভক্তদের অনুপ্রেরণা জোগাতে তিনি প্রায়ই শেয়ার করেন ইসলামী ও নৈতিক বার্তা। বর্তমানে মিশা সওদাগরের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়