ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন রায়হান রাফি-আলিমুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০২৫  
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন রায়হান রাফি-আলিমুজ্জামান

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, ‘আনন্দ আলো’-এর সম্পাদক রেজানুর রহমান, বাচসাস-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিসহ চলচ্চিত্র সাংবাদিক, লেখক, প্রকাশক ও পরিচালকবৃন্দ। 

আরো পড়ুন:

অনুষ্ঠানে বক্তৃতাকালে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা ফজলুল হককে সরাসরি পাইনি, কিন্তু তার কাজ দেখেছি ও অনুভব করেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসূচিতে ফজলুল হকের ওপর নির্মিত ডকুফিল্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।” 

স্মৃতিচারণ করেন প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক রাজু আলীম, কণ্ঠশিল্পী খুরশীদ আলম ও অভিনেতা কেরামত মাওলা। বক্তারা আশা প্রকাশ করেন—ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া উচিত। কারণ তিনি বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও নির্মাণে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছেন। 

উল্লেখ্য, প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট)’-এর নির্মাতা। তার স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। 

অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি তার মমতাময়ী মাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করেন, যা মুহূর্তটিকে আরো আবেগময় ও স্মরণীয় করে তোলে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়