ভাঙার চিন্তা করে কেউ সংসার বাঁধে না: ফারিয়া
শবনম ফারিয়া
প্রায় দেড় মাস আগে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক দিন আগে বর তানজিম তৈয়বের সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রীলঙ্কায় গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে আনন্দে কাটানো বিভিন্ন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন ‘দেবী’খ্যাত এই তারকা। তারপর কটাক্ষের শিকার হন শবনম ফারিয়া। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি।
শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বিয়ে-সংসার নিয়ে বেশ কিছু উপলদ্ধি ও ভাবনার কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
শবনম ফারিয়া তার পোস্ট লেখেন, “একদিন ভেঙে যাবে—এটা চিন্তা করে কেউ বিয়ে করেন না। সবাই চেষ্টা করেন, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, আশা নিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন, হৃদয় সবসময় চায় আঁকড়ে ধরতে; যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।”
একটি সম্পর্ক ভাঙার পর ঘুরে দাঁড়াতে সাহস লাগে। এ তথ্য স্মরণ করে শবনম ফারিয়া লেখেন, “যারা একাধিক বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটি সম্পর্ক ভাঙার পর পুনরায় ঘুরে দাঁড়াতে প্রচণ্ড সাহস লাগে, ভালোবাসায় বিশ্বাস আর একসঙ্গে পথ চলার আশা লাগে। এটা শক্তির পরিচয়, লজ্জার নয়।”
অনুরোধ জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না, কটু কথাও বলবেন না। আপনি জানেন না, মুখের হাসিটা ফিরিয়ে আনতে একজন মানুষ কতটা লড়াই করছেন। আপনি আপনার কথায় কোমলতা আনুন, হৃদয়ে দয়া রাখুন। কারণ জীবন আমাদের সবাইকে কোনো না কোনোভাবে নম্র করে দেয়, আর আমরা কেউই জানি না, আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে।”
২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। এরপর দুজনের মাঝে তৈরি হয় ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২০ সালের ডিসেম্বরে সংসার ভাঙার ঘোষণা দেন ফারিয়া। এরপর অপু বিয়ে করলেও একা ছিলেন ফারিয়া।
গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন শবনম ফারিয়া। সেদিন বাদ আসর রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। এসময় তার ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। তার বর তানজিম তৈয়ব বেসরকারি ব্যাংক কর্মকর্তা। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন ফারিয়া।
ঢাকা/শান্ত