ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনোদন খাতে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের বই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৮ অক্টোবর ২০২৫  
বিনোদন খাতে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের বই

উপস্থাপনার পাশাপাশি লেখালেখিও করেন তানিয়া আফরিন। গণমাধ্যম ও বিনোদনে নারীদের ভূমিকা নিয়ে বিনোদন সাংবাদিক ও টিভি উপস্থাপক তানিয়া আফরিন লিখেছেন ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শিরোনামে একটি বই। এটি প্রকাশ করেছে দীপশিখা প্রকাশ। 

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)  এর সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ।  

আরো পড়ুন:

তাছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি রোকেয়া সুলতানা চৌধুরী কেয়া, অভিনেতা শাওন আশরাফ, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান, ইতালি বারেজ শাখার বাংলাদেশ শাখার সভাপতি নূর মোহাম্মদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার। 

সঞ্চালনায় ছিলেন টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। বাংলাদেশের সকল শ্রমজীবী নারীদেরকে বইটি উৎসর্গ করেছেন লেখক তানিয়া আফরিন। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন রবিন রায়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়