ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৪৭, ২ নভেম্বর ২০২৫
হাসপাতালে ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্রকে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৯ বছর বয়েসি এই অভিনেতাকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে। 

ধর্মেন্দ্র পরিবারের ঘনিষ্ঠ একজন পিটিআই-কে বলেন, “গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয়, সব রুটিন পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সেখানে থাকা ভালো হবে। তিনি বয়স্ক এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই,”  

আরো পড়ুন:

শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে।  

অস্ত্রোপচারের পর পাপারাজ্জিদের ধর্মেন্দ্র বলেছিলেন, “আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। আমি তোমাদের ভালোবাসি। আমি শক্ত আছি।” 

এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়