বক্স অফিসে ঝড় তুলেছে জুবিন গার্গের শেষ সিনেমা
জুবিন গার্গ
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে মারা যান তিনি। প্রিয় শিল্পীর আকস্মিত মৃত্যু মেনে নিতে পারছেন না তার লাখ লাখ ভক্ত-অনুরাগীরা। জুবিন কেবল গায়ক নন, একজন অভিনেতাও। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী।
গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জুবিন অভিনীত সর্বশেষ সিনেমা ‘রই রই বিনালে’। রাজেশ ভূঁইয়া নির্মিত আসামি ভাষার সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে উপচে পড়ছেন দর্শকরা। ১০ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?
স্যাকনিল্কের তথ্যমতে, ‘রই রই বিনালে’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করে ১.৮৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ১.৮ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ১.৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১.৫ কোটি রুপি।
৬ষ্ঠ দিনে সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১.৩৩ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১.০৬ কোটি রুপি, নবম দিনে আয় করে ১.৩৯ কোটি রুপি, দশম দিনে আয় করে ১.৫৪ কোটি রুপি। ১০ দিনে সিনেমাটি ভারতে আয় করে ১৫.৪৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৬৭ লাখ টাকা)।
সিনেমাটিতে ব্যবহৃত ৮০-৯০ শতাংশ সংলাপ ও গানই জুবিনের নিজের গলার, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকরা আবারো প্রেক্ষাগৃহে শুনতে পারছেন সেই অনন্য কণ্ঠ।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবিন গার্গ, মৌসুমী আলিফা, জয় কাশ্যপ, জয়শ্রী ভূঁইয়া প্রমুখ। ৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন জুবিন গার্গ ও তার স্ত্রী গরিমা গার্গ।
ঢাকা/শান্ত